আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ICDS সেন্টার গুলিতে পরিদর্শনে জেলাশাসক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলরাম সাহা (খণ্ডঘোষ) :-  বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের আইসিডিএস সেন্টারগুলোর খাদ্য বিতরণ সম্পর্কে ওয়াকিবহাল হতে এবার সরেজমিনে পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। আইসিডিএস সেন্টার গুলির পক্ষ থেকে যে প্রত্যেক দিন খাবার বিতরণ করা হয় সেই খাবার বিতরণ সঠিকভাবে চলছে কিনা এবং যেসব অপুষ্টিতে ভুক্তভুগী শিশুদের বর্তমান পরিস্থিতি কিরুপ সেই সব বিষয়ে খতিয়ে দেখেন জেলাশাসক। এদিন মূলত তিনটি আইসিডিএস সেন্টারের পরিদর্শন করলেন তিনি। প্রথমে পাহারপুর আইসিডিএস সেন্টার, তারপর সগড়াই এবং বাদুলিয়ার দুটি আইসিডিএস সেন্টারে পরিদর্শনে যান জেলাশাসক।

 

এছাড়া এদিন প্রষন ১০২ নামে এক নতুন ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে বিভিন্ন এলাকায় বিশেষ প্রতিনিধি দলের একটি গাড়ি যাবে। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে অপুষ্টিতে ভোক্তভোগী শিশুদের এবং তাদের মা-বাবাদের কাউন্সিলিং করানো হবে বলে জানা গেছে।এই ট্যাবলো প্রতি বুধবার ব্লকের বিভিন্ন প্রান্তে যাবে সাথে থাকবে মেডিকেল দল।

 

এবং অপুষ্টিতে ভোগা চিন্হিত করে রাখা শিশুদের চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতার প্রচার চালানো হবে।
এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন এস ডি ও কৃষ্ণন্দু কুমার মণ্ডল, খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার, জয়েন্ট বিডিও সন্দীপ সিংহ রায়, ডিপিও, প্রধান, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এমনটাই জানালেন সিডিপিও লালেস শর্মা।

See also  ভারত গৌরব” সম্মান পেলেন মেডিকেয়ার জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ হোসেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি