কৃষ্ণ সাহা: – বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের রাতেরখাবার বিতরনের আয়োজন করলো সম্পর্ক নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্যজুড়ে বিধি-নিষেধ জারি থাকার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকছে দোকানপাট হোটেল রেস্টুরেন্ট।
বন্ধ রয়েছে গণ পরিবহন ব্যবস্থা। এমতাবস্থায় হাসপাতাল চত্বরে থাকায় রোগীর পরিবারের কখনো অভুক্ত অবস্থায় আবার কখনো শুকনো খাবার খেয়ে রাত কাটাতে হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আসা রোগীর আত্মীয় পরিজনদের যাতে আর অভুক্ত অবস্থায় দিন যাপন করতে না হয় সেই উদ্দেশ্যেই এদিন রাত্রিবেলা 110 জনকে খাবার দেওয়া হয়।মেনুতে রাখা হয়েছে ভাত আলু পটলের তরকারি আর ডিম, এমনটাই জানালেন সম্পর্ক ফ্যামিলির সহ-সভাপতি সুজিত দে।
সম্পর্ক নামক এই স্বেচ্ছাসেবী সংস্থার খাবার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. মৃত্যুঞ্জয় নন্দী, মেডিকেল অফিসার, কৃষ্ণা হাজরা, নার্সিং অফিসার
আজিজুর রহমান মোল্লা, ডেন্টাল কলেজের একাউন্ট অফিসার। সম্পর্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অলক বিশ্বাস, সম্পাদক তারকনাথ অধিকারী সহ 25 জন স্বেচ্ছাসেবক। সমগ্ৰ প্রোগ্রাম কো অর্ডিনেট করেন বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র প্রবীর ঘোষ।