আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিশীথ গরাঁই এর উদ্যোগে বস্ত্র বিতরণ রাজনগরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহঃ সফিউল আলম ( বীরভূম ) :- অন্যান্য বছরের মতো এবারও বীরভূম জেলার রাজনগর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানের বাসিন্দা পেশায় ব্যবসায়ী ও এলাকার অন্যতম বিশিষ্ট সমাজসেবী নিশীথ গরাঁই সমাজ সেবার মাধ্যমে তাঁর মানবিক মুখের পরিচয় দিলেন৷

সম্প্রতি রাজনগর ডাকবাংলোয় গার্লস স্কুলের কাছে হনুমান মন্দিরের সন্নিকটে তিনি এবারও প্রায় ১৭০ জন দুঃস্থ দরিদ্র মানুষকে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করেন৷ দুপুরে সকলকে মধ্যাহ্নকালীন আহারের মাধ্যমে আপ্যায়িতও করা হয় নিশীথ বাবুর পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে ৷

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের বিভিন্ন সময়ে বহু সমাজসেবা মূলক কাজে অগ্রণী ভূমিকা নিতে লক্ষ্য করা যায় তাঁকে৷ বিগত লকডাউনে বহু গরিব মানুষকে তিনি নানা ভাবে সাহায্য করেছেন৷ খাদ্য সামগ্রী বিতরণও করেছেন৷ উপকৃত হয়েছেন অসংখ্য দরিদ্র মানুষ৷ গত বছর তাঁর স্ত্রীর জন্মদিন উপলক্ষে একই ভাবে সেবা মূলক কর্মসূচী গ্রহণ করেন৷

এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী রুপে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর৷ তিনি বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তথা বেডস নামক স্বেচ্ছাসেবী সংস্থারও সদস্য প্রতিনিধি৷ যুক্ত রয়েছেন নানা সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে৷ কয়েক বছর পূর্বে বজরং বলীর মন্দিরও নির্মাণ করিয়েছেন৷ এমন শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা৷

See also  পুনরায় বীরভূমের তারাপীঠ মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কমিটি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি