গভীর রাতে পুলিশ আধিকারিকের বাড়ি থেকে গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার জম্বু কাশ্মীরের জম্মু শহরের কাছে উদাইওয়ালায়।
রক্তাক্ত অবস্থায় জম্মু কাশ্মীর পুলিশের ডিজি (কারা) হেমন্ত কুমার লোহিয়ার নিথর দেহ উদ্ধার হয়েছে। উপত্যকার এই শীর্ষ পুলিশকর্তাকে খুন করা হয়েছে বলেই একপ্রকার নিশ্চিত পুলিশ। এই ঘটনার পর থেকে খোঁজ মিলছে না নিহতের পরিচারকের। পলাতক ওই ব্যক্তিই শীর্ষ পুলিশকর্তা খুনে মূল অভিযুক্ত বলে ধারণা পুলিশের।
জানা গেছে, সোমবার গভীর রাতে জম্মু শহরের কাছে উদাইওয়ালায় বাড়ি থেকে গলার নলি কাটা অবস্থায় শীর্ষ কারা আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে। জম্মু জোনের অ্যাডিশনাল ডিজি মুকেশ সিং জানিয়েছেন, খুনে অভিযুক্ত পরিচারক পলাতক, তার খোঁজে জম্মু-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।
৫৭ বছর বয়সী হেমন্ত কুমার লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। সোমবার রাতে জম্মুর কাছে উদাইওয়ালার একটি বাড়িতে তাঁকে গলার নলি কেটে খুন করা হয়েছে।