আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সহায়ক মূল্যে ধান বেচা কেনায় সমস্যা নিয়ে আলোচনা পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির সভায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
ধান কেনায় গতি আনতে সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হল। এই সভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, সহ কর্মধ্যক্ষরা
প্রদীপবাবু জানিয়েছেন, ধান কেনার কাজে কোথাও কোনো অসুবিধা রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রতিটি এলাকায় ফোরম্যান কমিটির মাধ্যমে তা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন খাদ্য নিয়ামক জানিয়েছেন, জেলার ১৫০টি রাইসমিলের মধ্যে এখনও মাত্র ৭৮টি রাইসমিল ধান কেনার কাজে এগিয়ে এসেছে। ফলে কিছু সমস্যা হচ্ছে।
তাই প্রতিটি এলাকায় থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায়গুলিকেও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ময়েশ্চার নিয়ে সরকার নির্ধারিত মাপ মাপার যন্ত্র প্রতিটা কেন্দ্রে না থাকার অভিযোগ ওঠে বৈঠকে । যার ফলে সমস্যা তৈরি হচ্ছে বলে শোনা যায় । ওপর দিকে প্রাকৃতিক দুর্যোগের কারনে অনেক চাষী এখনো বিক্রয়ের তারিখে বিক্রি করার জায়গায় নেই বলে ও আলোচনায় উঠে আসে
See also  মিলের গাফিলতিতে নষ্ট হচ্ছে চাষের ধান, বিক্রির দাবীতে বিক্ষোভ চাষিদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি