ভিনরাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য। পরিস্থিতির প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘ভাষা আন্দোলন’, যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছেন, ‘অত্যাচারিত’ শ্রমিকদের যদি ফিরতে ইচ্ছা করে, তাহলে রাজ্য সরকার ‘নিজের খরচে তাঁদের নিয়ে আসবে’।
এই আবহে দুর্গাপুজোর আগে ফের মানবিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর আহ্বান, “ওঁদেরও (পরিযায়ী শ্রমিক) পুজোয় নতুন জামাকাপড় দেবেন।”

বর্তমানে বাঙালি ‘নির্যাতন’ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তীব্র আলোচনা। দিল্লিসহ অন্যান্য রাজ্যে ‘দুর্ব্যবহারের শিকার’ হয়েছেন বাংলা থেকে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক। রাজ্য সরকারের সহায়তায় অনেকেই ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। তাঁদের জন্য ‘জব কার্ড’, ‘কর্মশ্রী প্রকল্পের কাজ’, ‘স্বাস্থ্যসাথী কার্ড’-এর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি।”
সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, উৎসবের সময় যাতে এই পরিযায়ী শ্রমিক পরিবারগুলিও পূর্ণমাত্রায় আনন্দে সামিল হতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আনন্দে নতুন জামাকাপড় যেন তাঁদের জীবনেও হাসি ফোটায়— সেই ভাবনাতেই তিনি উদ্যোক্তাদের আহ্বান জানান, “ওঁদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন।”
এইভাবেই, রাজ্যের যে কোনও সংকটে, মানুষের পাশে থেকেই এক অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা যায় বাংলার ‘দিদি’-কে।