কলকাতা: দেব ও শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির প্রথম দিনেই করেছে ২ কোটি ১০ লাখ টাকার ব্যবসা—যা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড।

পাহাড়ি প্রেক্ষাপটে ‘লার্জার দ্যান লাইফ’ ভিজ্যুয়াল ও প্রেম-যন্ত্রণায় ভরপুর গল্পে ফিরেছে দেব-শুভশ্রী জুটি। দশ বছর আগে শুটিং সম্পন্ন হওয়া এই ছবিতে, বাস্তবে তাঁদের সম্পর্কের অবসান হলেও, পর্দায় তারা আজন্ম প্রেমিক-প্রেমিকার মতোই মনে হয়েছে দর্শকদের কাছে। সাইকেল হাঁটানো, পাড়াতুতো প্রেমের মুহূর্ত—সবই ফিরিয়ে এনেছে পুরনো দিনের নস্ট্যালজিয়া।
চলচ্চিত্রে অনস্ক্রিন চুম্বন দৃশ্য নিয়ে ইতিমধ্যেই দর্শকের আগ্রহ তুঙ্গে। দেবের বৃদ্ধ বয়সের চরিত্রে প্রস্থেটিক মেকআপের পাশাপাশি শরীরী ভাষায়ও ছিল সাবলীলতা, যদিও মাঝে মাঝে মুখোশের মতো আবহ অনুভূত হয়েছে। অন্যদিকে, বন্ধুর চরিত্রে রুদ্রনীল ঘোষের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
‘ধূমকেতু’-র এই রেকর্ড ব্যবসা প্রমাণ করে, দর্শকের কাছে দেব-শুভশ্রী জুটির জাদু এখনও সমান কার্যকর।