আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অনাবৃষ্টির চিন্তা নিয়ে গ্রামে দেবরাজ ইন্দ্রের পুজো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অনাবৃষ্টির চিন্তা নিয়ে গ্রামে দেবরাজ ইন্দ্রের পুজো। এক অনন্য পুজোর সাক্ষী থাকলো গ্রামবাসীরা। কয়েকদিন ধরেই আকাশ পানে চেয়ে চাষিরা। বৃষ্টির অভাবে অনেকটাই পিছিয়ে গেছে আমন ধানের চাষ। বৃষ্টির অভাব পূরণের জন্য করা হল ইন্দ্রের পুজো।

বৃষ্টির জন্য বোয়াইচন্ডী-তে দেবরাজ ইন্দ্রের পুজো

 

 

 

আজ থেকে বহু বছর পূর্বে এই গ্রামের লোকজন চাষীদের প্রয়োজনে বৃষ্টির প্রার্থনায় এই পুজোটি শুরু করেন। পুজোটি পরবর্তী সময়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফের বাংলার ১৪১০ সালে আদিত্য মাঝি (মৃত ), বর্তমানে মদন রায়, প্রভাকর মন্ডল, বিলে রায় পুজোটি শুরু করেন। বৃষ্টির আশায় সেই ইন্দ্র দেবের পুজো অনুষ্ঠিত হয়। পুজোর কাজে নিযুক্ত ব্যক্তিরা হলেন, রত্নাকর রায় (পূজারী ), জ্যোতিষ শ্রী প্রেমানন্দ, চাঁদু রায়, কার্তিক মালাকার, সুকুমার রুইদাস (ঢাকি )। কৃষক সম্প্রদায়ের সমস্ত মানুষ হাজির হন এবং ভক্তি করে পুজো দেন বৃষ্টির আশায়।

 

 

 

এই পুজো অনুষ্ঠানে বোয়াইচন্ডি গ্রামের তিনজন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতিদের মধ্যে ২০২১ সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজে এম বি বি এস পাঠরতো সুশান্তিকা কাড়ি, ২০২১ সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বহরমপুর মেডিকেল কলেজে এম বি বি এস পাঠরত সহেনি দত্ত এবং বিভিন্ন মৃত জীবজন্ত নিয়ে গবেষণা করে বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওয়ারল্ড রেকর্ড করে খ্যাতি অর্জন করা তরুণ পাল-কে।

See also  কৃষক বন্ধু কী ভাবে নতুন লিস্ট চেক করবেন ! Status check ,Check List 2022

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি