কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : একদিকে সামনে বিধানসভার নির্বাচন, আর আরেকদিকে বিধানসভার আগে মেগা ২১ শে জুলাই।তৃনমূল নির্বাচন আগে এই ২১ শে জুলাইকে পাখির চোখ করে এগোতে চাইছে। তাইতো এই ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ আকার নেবে বলে আশা করছে তৃনমূল নেতৃত্ব।

তাই ছোট বড় সব রকমের প্রস্তুতি সভা চলছে প্রতিটা গ্রামে গ্রামে।আর রবিবার বিকালে জয়নগর বিধানসভার জয়নগর এক নম্বর ব্লকের উওর দূর্গাপুর অফিস পাড়া মোড়ে উওর দূর্গাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস ও উওর দূর্গাপুর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল। যাতে উপস্থিত জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়হিন্দ বাহিনীর দ:২৪ পরগনা জেলার সহ সভাপতি রাজু লস্কর,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর,উওর দূর্গাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ব্যানার্জী,যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি রুপম লস্কর,উওর দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া বিবি লস্কর,সামসুল লস্কর সহ আরো অনেকে।
এদিন জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস বলেন,মানুষের আবেগ তৃনমূল কংগ্রেস। আর আবার ২০২৬ সালে বিধায়ক বিশ্বনাথ দাস ৭০ হাজারের বেশি ভোটে জিতে তৃতীয়বার বিধায়ক হবে, যতই আম জাম কাঁঠাল এক জায়গায় হোক না কেন।বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,এবারের ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ হবে।
আর আমার জয়নগর বিধানসভা থেকে ১২ হাজার মানুষ শহীদ দিবসে কলকাতায় যাবে।আর বৃষ্টিকে উপেক্ষা করে উত্তর দুর্গাপুরে এদিন যে মানুষের ঢল নেমেছিল তার থেকে প্রমাণিত তৃণমূল কংগ্রেস ছিল,আছে ও থাকবে।