সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন রায়না-২ ব্লক কমিটির পক্ষ থেকে রায়না- ২সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কৃষকের ফসলের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন ও পথসভা করা হল মাধবডিহিতে । সভার সভাপতিত্ব করেন কম: মুন্সি আবদুল হান্নান, বক্তব্য রাখেন কম: সমর ঘোষ, কম: মির্জা আকতার আলী।
উপস্থিত ছিলেন কম: বাসুদেব খাঁ,কম: আব্দুস সবুর,কম: রাসূল করীম, কম: অশোক সাঁতরা। মূলত ৬ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন ।
দাবীসমূহ গুলি হল
১) কৃষি নির্ভরশীল রায়না২ ব্লকের সিংহভাগ আমন ধান পোকার উপদ্রবে শুকিয়ে গেছে/ যাচ্ছে । নামীদামী সবধরনের কীটনাশক ব্যবহার করেও ফসল বাঁচানো যায়নি।চাষী পথে বসতে চলেছে । অকাল নিম্নচাপের বৃষ্টি শেষ আশাটুকু শেষ করে দিয়েছে ।সরজমিনে তদন্ত সাপেক্ষে অবিলম্বে শস্যবীমার অর্থ বিঘা প্রতি ২০০০০ টাকা কৃষকদের দিতে হবে ।
২) সরকার নির্ধারিত দামে অঞ্চলভিত্তিক ধান কেনার ব্যবস্থা করতে হবে । খাদবাদের নামে ১কুইন্টাল ধান বিক্রি করে চাষী ৯০/৯৫ কেজি ধানের দাম পায় ,তা
বন্ধ করতে হবে ।ফড়েদের কাছ হতে ধান কেনা কঠোরভাবে বন্ধ করতে হবে।
৩) কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎবিল মুকুব করতে হবে এবং বিদ্যুৎবিলে late payment surcharge বন্ধ করতে হবে ।
৪) রাসায়নিক সার, কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিবেচনায় রেখে ধানের procurement price কুইন্টাল প্রতি ২৮৫০ টাকা করতে হবে।
৫) কৃষিকাজে যুক্ত শ্রমজীবী মানুষের কাজ কমছে , যন্ত্রের ব্যবহার বাড়ছে । ১০০ দিনের কাজ ২০০ দিন করতে হবে , চুরি বন্ধ করতে হবে ।
৬) অন্নদাতাকৃষকসহ শ্রমজীবী সবমানুষের ব্যাঙ্ক, Micro Finance, সমবায় সহ সবক্ষেত্র হতে নেওয়া ঋণের সুদ মুকুব করতে হবে ।