বাবু সিদ্ধান্ত, কাটোয়া
কাটোয়ায় ঘরথেকে উদ্ধার বধূর গলাকাটা দেহ ।
Published :
Published :
বাবু সিদ্ধান্ত, কাটোয়া
অনেক ডাকাডাকি করেও মায়ের সাড়া মেলে না। জানালা দিয়ে উঁকি মেরে সে দেখতে পায় নলি কাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে তাঁর মায়ের দেহ ।আর দেহের পাশেই পড়ে রয়েছে ধারাল চাকু । এমনটা দেখে সে চিৎকার শুরু করতেই পরিবারের অন্যরা এবং প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাঁর মাকে উদ্ধার করে । হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মাকে প্রাণে বাঁচানো যায়নি । বধূর স্বামী বিশ্বনাথ ঘোষ বলেন,তিনি দুধ ও ছানার ব্যবসা করার পাশাপাশি মাংসও বিক্রি করা শুরু করেছিলেন।কিন্তু ‘লক ডাউন’ শুরু হতেই সব কাজ-কর্মই একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে।আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি