কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী প্রয়াত সাধন দাস বৈরাগ্যের প্রয়াণ দিবস আজ শ্রদ্ধাভরে পালিত হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমরুল গ্রামে অবস্থিত বিশ্ব মানব পঞ্চবটি আশ্রমে।


এই আশ্রমটি স্বয়ং সাধন দাস বৈরাগ্য নিজের হাতে গড়ে তুলেছিলেন, যা জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের সাধু, সন্ত ও বাউল শিল্পীদের কাছে এক তীর্থস্থান। দুই বছর আগে এই দিনে তিনি পরলোক গমন করেন, তাঁর অগণিত ভক্তদের শোকের মধ্যে রেখে। তাঁর বিখ্যাত গান “আমাদের হৃদয়টা হোক আকাশের মত” আজও সাধারণ মানুষের মুখে মুখে ফেরে এবং হৃদয়ে গভীর ছাপ রাখে।

এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে আশ্রমে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি প্রয়াত বাউল সম্রাটের সমাধিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিখ্যাত গানে সকলের সঙ্গে গলা মেলান।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মদক্ষ বিশ্বনাথ রায়, শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামানিক, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল পাঁজা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ আশ্রমে দুপুরের প্রসাদ গ্রহণ করেন। বিশ্ব মানব পঞ্চবটি আশ্রমের কর্মকর্তারা হাজার হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করেছিলেন, যা এই দিবসকে আরও মহিমান্বিত করেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধন দাস বৈরাগ্যের সঙ্গীত, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা তাঁর ভক্ত ও অনুসারীদের মধ্যে চিরজাগ্রত থাকবে।