কৃষকসেতু, কৃষ্ণ সাহা,জামালপুর: দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মোহনপুর, সাজামান তলা থেকে কোরা, শিয়ালি ও ওমরপুর সংযোগকারী অস্থায়ী ব্রিজটি খুলে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনসুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।


বন্যা পরিস্থিতির বাস্তব পর্যালোচনার জন্য আজ SDPO সদর সাউথ এবং জামালপুর থানার ওসি-র নেতৃত্বে এক বিশেষ পুলিশ দল কোরা, শিয়ালি ও মাঠশিয়ালি এলাকায় পৌঁছান। তাঁরা কান্ট্রি বোটে চেপে দুর্গত অঞ্চলে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে, প্রতিটি থানায় কন্ট্রোল রুম চালু রয়েছে এবং প্রয়োজনে দুর্গত এলাকায় কমিউনিটি কিচেন খোলার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বিপদের সময় সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানার কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।