মোল্লা মোয়াজ ইসলাম ,বর্ধমান:
দক্ষিণবঙ্গে এখনো সেভাবে বৃষ্টি দেখা নেই মাথায় হাত চাষীদের । দামোদর শুকিয়ে যাচ্ছে চড়া পড়ে গেছে দুই ধার। যে দামোদরের উপর ভরসা করে দামোদরের দুই পারের চাষিরা। সেই দামোদরে এক হাঁটু জল শুধু বালির চড়া। বাইশে জুলাই থেকে ডিভিসির জল ছাড়ার কথা এখনো পর্যন্ত ক্যানেলে জল নেই।
পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি সম্পা ধারা জানিয়েছেন চাষীদের চিন্তার কোনো কারণ নেই । ডিভিসি থেকে জল ছাড়া হয়ে গেছে জল পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে দুই একদিনের মধ্যেই জল চলে আসবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের চাষীরা বীজ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । গত 20 বছরে দামোদর নদীর জল এত কম দেখা যায়নি। আকাশে যথেষ্ট পরিমাণে মেঘ থাকা সত্ত্বেও সেভাবে বৃষ্টি না হওয়ায় চাষীদের মাথায় হাত ।
কোভিড , অতিবৃষ্টি এবং শোষক পোকার কারণে গত দুবছর চাষীদের অনেক ক্ষতি হয়ে গেছে । সেভাবে বৃষ্টি ও জল না পাওয়ার ফলে দক্ষিণবঙ্গের চাষীদের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির আশায় চাতক পাখির মত চেয়ে আছে চাষীরা । আশায় মরে চাষা এই প্রবাদ বাক্যকে সম্মান করে বেঁচে আছে চাষীরা।