আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুই বাংলার সাংস্কৃতিক মিলন উৎসব

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গত রবিবার ১১ই সেপ্টেম্বর কলকাতার আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট সভাকক্ষে বাংলা মৈত্রী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৪থ দুই বাংলার সাংস্কৃতিক মিলন উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়ে গেলো। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ মুখোপাধ্যায়, আসলাম সানী, কৃষ্ণা নাগ চৌধুরী, মুকুন্দ বিহারী বিশ্বাস।

 

 

 

 

 

 

আয়োজক দের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা রাখেন সভাপতি সুমন্ত ভৌমিক ও বাংলাদেশ শাখার সম্পাদক মঈন মুরসালিন। এবছর বাংলা মৈত্রী সাহিত্য সম্মাননা পেলেন দুই বাংলার দুই কবি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ থেকে রশীদ হারুন এবং পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী রায়। এবছর কবি হিসেবে উপস্থিত ছিলেন ফুল্লরা মুখোপাধ্যায়, সোমা মুখোপাধ্যায়, ঝুমঝুম ব্যানার্জী, নীলা খান, শিল্পী দাস, অপর্ণা মিত্র মণ্ডল, গীতা বৈদ্য, চন্দন মুখার্জী, তারাপদ দাস, দেবাশিস মণ্ডল, ক্ষুদিরাম নস্কর, রবীন্দ্রনাথ সরকার, চন্দ্রিকা ব্যানার্জী ধর, বনশ্রী কয়াল, পম্পা সাহু, সেখ মনিরুল ইসলাম, উৎপল কুমার ধারা, স্বপন কুমার রায়, অরূপম মাইতি, বৈশাখী চ্যাটার্জী, পবিত্র চট্টোপাধ্যায়, চন্দ্রনাথ সান্যাল, তপন মাইতি, প্রসেনজিৎ মজুমদার, আজিজুল মোল্লা সহ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পাশাপাশি আবৃত্তিকার হিসেবে ছিলেন ব্রততী চ্যাটার্জী, সোমা ঘোষ, মনামী ঘোষ, মানসী চক্রবর্তী, বর্ণালী নাগ, স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, সৌম্যরীত মোদক, কেয়া রায়, শুভায়ন চক্রবর্তী, কৃতি বড়ুয়া, শ্রীতমা ঘোষ, উমা সরকার, দীপ্তি সাউ সহ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা মুখার্জী, অর্চিস্মিতা জানা, সম্প্রীতি সরকার। নৃত্য পরিবেশন করেন দিশা পাত্র, স্বর্ণাশ্রী সাউ, ময়ূক্ষী, অলকা মাহাতো, পাপড়ি চ্যাটার্জী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠান সম্পর্কে বাংলা মৈত্রী সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি সুমন্ত ভৌমিক বলেন, আমরা দুই দেশে বাস করলেও আমাদের ভাষা, সাহিত্য, মননশীলতা কিন্তুু একই। আমরা এক সময় ঠিক করেছিলাম এই সাহিত্যের মধ্য দিয়ে দুই বাংলাকে এক করতে। সেই সময় দুই দেশের হাতে গোনা কয়েকজন সাহিত্যকর্মী মিলে এই সংগঠন গড়ে তোলা।

See also  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক হাতেখড়ি পূর্ব মেদিনীপুর,স্মৃতিচারণায় মহিষাদল 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজ অবশ্যই সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। আমরা প্রতিনিহত চেষ্টা করছি এই ভাবেই দুই বাংলাকে একসঙ্গে যুক্ত করে রাখতে সাহিত্যের মধ্যে দিয়ে। আশারাখি আগামী দিনেও এই সংখ্যা অনেক গুন বাড়বে। মাঝে দুবছর কভিড এর জন্য অনুষ্ঠান করা যায়নি তাই আমরা একটু হলেও পিছিয়ে পড়েছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুই বাংলার প্রায় ৮০জন কবি ও আবৃত্তিকার সহ প্রায় ১০০জন সাংস্কৃতিক শিল্পী উপস্থিত ছিলেন এবারের অনুষ্ঠানে। এই বছর বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন জেসমিন বন্যা, মাহমুদা খানম, মোস্তাফিজুর রহমান, আসলাম সানী, মঈন মুরসালিন, নাফে নজরুল, তাহমিদ আবরার, রশীদ হারুন সহ প্রমুখ। অনুষ্ঠানটি সহযোগিতা করেন প্রতিভা প্রকাশ, এবং শব্দ প্রকাশনী, ছোটদের কানামাছি, সপ্তডিঙ্গা, ফড়িংরাজা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি