ভক্তদের কাছে তিনি ‘কিং’। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আধ্যাত্মিকতার পথেও হাঁটতে দেখা যায় তাঁকে। কিন্তু সেই বিরাট কোহলিকেই ঘিরে এবার তৈরি হল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে এক বিশেষভাবে সক্ষম ভক্ত বিরাটের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এলে তাঁকে সরে যেতে বলা হয়। সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বিরাট। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২ এবং বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সুবাদে তিনটি ওয়ানডেতে তাঁর সংগ্রহ দাঁড়ায় ৩০২ রান। সিরিজ শেষ হওয়ার পরই ভারত ছাড়েন তিনি। রবিবার দেশে ফেরার পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাটকে।
মঙ্গলবার তারকা দম্পতিকে দেখা যায় বৃন্দাবনে। প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে তাঁর সঙ্গে একান্তে সময় কাটান বিরাট-অনুষ্কা। সেই সাক্ষাতের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে মহারাজের বার্তা, “নিজের কাজকে ভগবানের সেবা মনে করো। আর খুব নাম জপ করো।” আশ্রম সফর শেষে সম্ভবত লন্ডনে ফেরার পথেই বিমানবন্দরে ঘটে বিতর্কিত ঘটনাটি। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
এরপরই নেটিজেনদের একাংশ বিরাটের বিরুদ্ধে তোপ দাগেন। অনেকের অভিযোগ, বিশেষভাবে সক্ষম ভক্তকে দেখেও তিনি উদাসীন থেকেছেন, যা কাম্য নয়। কারও দাবি, ভক্তকে ধাক্কা দিয়েছেন বিরাট। আবার কেউ প্রশ্ন তুলেছেন, আধ্যাত্মিকতার শিক্ষা নেওয়ার পরও এমন রুক্ষ আচরণ কেন? যদিও কোহলিভক্তদের পালটা বক্তব্য, বিরাট কাউকে ধাক্কা দেননি—নিরাপত্তারক্ষীরাই পরিস্থিতি সামলেছেন। সব মিলিয়ে এই ঘটনার জেরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট তারকা।












