আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানুষের অসহায়তার সামনে ঢাল হয়ে দাঁড়াল কলেজ পড়ুয়ারা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

কৃষ্ণ সাহা কৃষকসেতু বাংলা

করোণা যুদ্ধে সাধারণ মানুষের অসহায়তার সামনে ঢাল হয়ে দাঁড়াল কলেজ পড়ুয়ারা। নিজেও বাসস্থানের পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামগুলিতে তারা খাদ্য সামগ্রী বিতরনে ব্রতী হলো। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দুই নম্বর ব্লকের পাঁইটা, বুল চন্দ্রপুর, কিনহারপার বেলডাঙা অঞ্চলে বসবাসকারী দুস্থ পরিবারগুলি রয়েছে তাদের তালিকায়।

ইতিপূর্বে নিজেদের উদ্যোগে 4 জন ছাত্র সনজু রায়, সুমন কারক, অরুনাংশ দত্ত, সৌরভ গাঙ্গুলী নিজ এলাকায় গরিব পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে।

এবারে তাদের সাথে হাত মিলিয়েছে জনৈক ছাত্র সৌরভ গাঙ্গুলীর দিদি তিথি গাঙ্গুলীও। 85 টি পরিবারকে তারা নিজ উদ্যোগে সাহায্য করেছিল। এই দিনে দেড়শ পরিবারকে তারা একই ভাবে সাহায্য করলো। ফোনের কন্টাক্ট লিস্টে থাকা বন্ধু-বান্ধবী দাদা-দিদি আত্মীয়-পরিজন, এবং প্রতিবেশীদের থেকে সাহায্য নিয়ে তাদের এই উদ্যোগ। শুধু তাই নয় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে নন্দনপুরের বঙ্গভূমি রাইস মিলের মালিক। প্রায় 50 কেজি চাল বিনামূল্যে দান করেছেন তাদের। শুধু তাই নয় লিস্ট অনুযায়ী প্রত্যেক পরিবারকে টাকাও দিয়েছেন সামর্থমতো।

এমনটাই জানিয়েছে উদ্যোক্তা সৌরভ গাঙ্গুলী। ভবিষ্যতে যদি লকডাউন বাড়তে থাকে তাহলে কর্মহীন মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে আবারো শামিল হবে এই ছাত্রদল এমনটাই অভিপ্রায় তাদের।

 

See also  নেশার টাকা না পেয়ে বৃদ্ধ ঠাকুমাকে পিটিয়ে খুন - গ্রেপ্তার নাতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি