আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অক্টোবর থেকে শুরু হচ্ছে কলেজ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বছর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এখনো পর্যন্ত খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যে নতুন নির্দেশিকা জারি রাজ্যের। নতুন নির্দেশিকা অনুযায়ী, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না।

কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আগে প্রবেশিকা পরীক্ষা দিয়ে তবেই সুযোগ পাওয়া যেত পড়াশোনা করার। তবে এবার আর সেই নিয়ম থাকছে না। ভর্তির জন্য এখন থেকে আর নেওয়া যাবে না কোনও আবেদন ফি। আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। নতুন শিক্ষাবর্ষে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ২ অগাস্ট।

আগামী ৩০ সেপ্টেম্বর স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ হবে। বোর্ডের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও প্রেসিডেন্সি সহ আরো কিছু বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

আগামী ১ অক্টোবর থেকে সব কলেজে ক্লাস শুরু করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। তৎকালীন পরিস্থিতির ওপর নির্ভর করবে অনলাইন ক্লাস নাকি অফলাইন, বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

See also  বর্ধমান আরামবাগ রোডের যানজট সমস্যা: নতুন শিল্প সেতু সেতু নির্মাণের সুখবর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি