কৃষ্ণ সাহা ( রায়না ) :- স্বাধীনতা দিবস পালন রায়না 2 ব্লকের কেঁউটা গ্রামে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে কচিকাঁচারা ও মেতে উঠলো। আজ শিশু কন্ঠে শোনা গেল বন্দেমাতরম, জয় হিন্দ।
প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। পরনে ছিল অভিনব সাজ। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
অন্যান্য বারের মত মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন সম্ভব হয়নি এই বছর। বেশ কিছুটা আক্ষেপ থেকে গেলেও বারে বারে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে,জাতীয় সঙ্গীত গেয়ে আজকের স্বাধীনতা দিবস পালন করল এই ক্ষুদের দল।