ভাস্কর চক্রবর্তী ( শিলিগুড়ি ) :- উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল নেপালি কবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী। মঙ্গলবার কোভিডবিধি মেনে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফেও নেপালি কবি ভানুভক্ত আচার্যের ২০৭ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রমোদ গিরি, সম্পাদক অংশুমান চক্রবর্তী সহ সাধারণ সদস্য-সদস্যারা।
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী বলেন, ‘করোনা আবহে খুব ছোট করে অনুষ্ঠান করা হয়েছে। অন্যান্যবার আমরা বেশ বড় করেই এই অনুষ্ঠান উদযাপন করে থাকি। এবার একেবারে ঘরোয়া আয়োজনে ক্লাবের তরফে কবি ভানুভক্ত আচার্যকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল।’