বাবু সিদ্ধান্ত,বর্ধমান
স্বাস্থ্যসাথীর কার্ড করেদেবার প্রতিশ্রুতি দিয়ে ক্যানসার আক্রান্তের ৪ লক্ষাধীক টাকা প্রতারণা – গ্রেফতার অভিযুক্ত
Published :
Published :
বাবু সিদ্ধান্ত,বর্ধমান
এছাড়াও ধৃতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই প্রতারনার ঘটনায় আরো একজন জড়িত রয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ মঙ্গলবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে।বৃদ্ধর কাছথেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং প্রতারণা চক্রের অপর সদস্যের হদিশ পেতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম রতন কুমার গুপ্তা ধৃতকে ৪ দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । পুলিশ জানিয়েছে , প্রতারিত বৃদ্ধ গৌরচন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষক । তাঁর বাড়ি রায়না থানার মিল্কিডাঙায় । তাঁর স্ত্রীরও কিডনির সমস্যায় ভুগছেন ।নিয়মিত তাঁকে ডায়ালিসিস নিতে হয়। গৌরচন্দ্র বাবু পুলিশকে জানিয়েছেন ,পেনশনের টাকায় দু’জনের চিকিৎসার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয় ।
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি