আউসরা থেকে সাধনপুর যাবার পথে বর্ধমান আরামবাগ রোডে ঘটে গেলো এক দুর্ঘটনা। দুটি বাচ্চাকে নিয়ে ভাইয়ের বাইকে করে আরামবাগের দিকে যাচ্ছিল। মোগলমারি দিক থেকে আসছিল একটি খড় বোঝাই লরি।
শ্রীধর বাজারের কাছে বাইকটি একটি হাম্পের কাছে আসলে লরিটি সঙ্গে সঙ্গে উল্টোদিক থেকে এসে সজোরে ধাক্কা মারে বাইক টিকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বাইক আরোহীর এবং একটি শিশু কন্যার মৃত্যু ঘটে। অন্য দু জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল ।
বাইক আরোহীর বয়স আনুমানিক 24 এবং মৃত শিশুটির বয়স প্রায় 6 এর কাছাকাছি। তারা প্রত্যেকে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী, লরির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল। তৎক্ষণাৎ রায়না থানার পুলিশ সেখানে এসে হাজির হয়।
ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা লরিটি ভাঙচুর করেছে। বাজার এলাকার মানুষজন বর্ধমান আরামবাগ রোড টিকে হাইওয়ে করার কথা বলছেন। দিনের পর দিন এই রোডে এক্সিডেন্ট এর পরিমাণ বেড়েই চলেছে বলে জানিয়েছেন দিগন্ত ঘোষ নামে এক প্রত্যক্ষদর্শী।