রক্ত মানবদেহের একটি অপরিহার্য উপাদান । রক্ত মানবদেহে সঞ্জীবনী শক্তি দান করে এবং জীবনধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে । কোনো রোগভোগের কারণে বা দুর্ঘটনা ঘটলে দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হলে শরীরে রক্তের ঘাটতি পড়ে । সেই ঘাটতি পূরণের জন্য রক্তের প্রয়োজন হয় । মানবদেহে অন্য কোনো প্রাণীর রক্ত দেওয়া যায় না এবং কোনো রাসায়নিক পদ্ধতিতে রক্ত তৈরীও করা যায় না ।মানুষের রক্তই মানবদেহে সঞ্চারিত করতে হয় । তাই রক্তের প্রয়োজনে মানুষ মানুষের কাছেই ছুটে আসে । সতেজ ও বিশুদ্ধ রক্তের ছোঁয়ায় মুমূর্ষু মানুষ প্রাণ ফিরে পায়।যে কোনও দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয়দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ । কিন্তু মুমূর্ষুকে রক্তদান — এর চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই । তাই রক্তদানের আরেক নাম জীবনদান ।
বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ খুব অল্প । রক্তদানের জন্য আরো প্রচার বাড়াতে হবে । এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে আমাদেরকে আরও বেশি করে সচেষ্ট হতে হবে ।এখন বিভিন্ন ক্লাবে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে রক্তদান শিবির হয় যেখানে যুবক যুবতীরা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্ত দান করেন ।
বর্তমান করোনা আবহের পরিস্থিতিতে রক্ত সংকট মোচনে রাজ্য সরকারের নির্দেশে স্বেচ্ছায় রক্তদান শিবির এর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজ্য, জেলা, ব্লক সহ অঞ্চলে অঞ্চলে। অপরদিকে রক্ত সংকট মেটাতে এগিয়ে আসছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও।
বুধবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁকারি-১ নম্বর অঞ্চলের অন্তর্গত দৈচাঁদা বাজারে দৈচাঁদা গ্রাম্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান। ভ্রাম্যমান শীততাপ নিয়ন্ত্রিত বাসে হাজির হয়ে একে একে অমূল্য রক্ত দান করেন আগত উৎসাহী রক্ত দাতারা।
রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত হয়েছিলেন খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, রায়না-১ ব্লক সভাপতি বামদেব মন্ডল, জেলা পরিষদের সদস্য নুরুল হাসান, পঞ্চায়েত সমিতির মৎস কর্মাদক্ষ সেখ মঈনুদ্দিন, ব্লক জয়হিন্দ বাহিনী সভাপতি সেখ হাসানুজ্জামান, শাকারি-১ গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি খাঁ, শাকারি-২ উপপ্রধান সেখ সইফুদ্দিন, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সঞ্জীব হাজরা বিশিষ্ট সমাজসেবী লুৎফার আহমেদ সহ অনেকে। এদিনের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে