*মিলন পাঁজা পাত্রসায়র*
পাত্রসায়ের থানার বালসি দু নম্বর নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিপুকুর গ্রামে প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবার বসবাস, গ্রামে নেই একটি প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে গ্রামে বাচ্চা ছেলে মেয়ের সংখ্যা প্রায় ২৫০ থেকে ৩০০ জন, গ্রামের এই ছেলেমেয়েদের প্রায় দুই থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে বালসি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় যেতে হয় পাত্রসায়ের বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দিয়ে।
গ্রামবাসীদের দাবি এই রাজ্য সড়কের ওপর দিয়ে বাচ্চাদের যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। প্রশাসনের কাছে বারংবার দাবি জানানো হয়েছে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করে দেওয়ার জন্য, প্রশাসন বিষয়টি নিয়ে কোন কর্ণপাত করেননি। যে কারণেই এদিন পাত্রসায়ের বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।
তাদের দাবি অবিলম্বে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় করে দিক সরকার না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষোভের জেরে রাস্তায় আটকে পড়ে একাধিক গাড়ি সমস্যা করতে হয় পথ চলতি সাধারণ মানুষদের ।
পাত্রসায়র ব্লকের বিডিও নিবিড় মণ্ডল জানান , এই প্রথম আমরা বিষয়টি জানলাম । ওই গ্রামে সাধারণ মানুষদের বিদ্যালয়ের দাবি যথোপযুক্ত হলে উদ্বোধন কর্তৃপক্ষকে কে আমরা বিষয়টি জানাবো । বাঁকুড়া পাত্রসায়ের থেকে মিলন পাঁজার রিপোর্টে কৃষক সেতু নিউজ বাংলা।