টুকলি করতে করতে নিঃশব্দের চরম সীমায় পৌঁছে গেল বিজেপি—এ অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গ সরকারের বহু জনমুখী প্রকল্প নকল করার অভিযোগ আগে থেকেই ছিল বিজেপির বিরুদ্ধে। লক্ষ্মীর ভাণ্ডারের নকলের পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর হুবহু কপি করে দিল্লিতে শুরু করল মোদি-শাহির নেতৃত্বাধীন বিজেপি।
তৃণমূলের অভিযোগ, দিল্লিতে যেভাবে ‘টিফিন ক্যান্টিন’ চালু করা হয়েছে, তা একেবারে ‘মা ক্যান্টিন’-এর নীল নকশা অনুসরণ করে। একই খাবারের বাক্স, একই ধারণা—মাত্র ৫ টাকায় পেট ভরিয়ে খাওয়ার ব্যবস্থা। দিল্লির ১০০টি এলাকায় দিনে দু’বার ৫০০ করে হাজার মানুষের খাওয়ানোর পরিকল্পনা নিয়েছে সেখানকার সরকার। তৃণমূলের বক্তব্য—“এ তো নিখুঁত টুকলি!”
মা ক্যান্টিন শুরু হয় ২০২১-এ, এখনও চলছে সাফল্যের সঙ্গে কোভিডের সময় ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘মা ক্যান্টিন’ শুরু হয়। চার বছর ধরে রাজ্যের নানা প্রান্তে এই ক্যান্টিন অত্যন্ত সফলভাবে চলছে। অসংখ্য গরিব-অসহায় মানুষের জন্য এটি ভরসার জায়গা হয়ে উঠেছে।
তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—
“মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বিজেপি কাল সেটাই করে। বাংলা পথ দেখায়, বিজেপি নকল করে”। অপার্থিব ইসলামের তীব্র কটাক্ষ: ‘নকল করা বিজেপির অভ্যাস’! তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা তৃণমূল নেতা মোহাম্মদ অপার্থিব ইসলাম তীব্র কটাক্ষ করে বলেন,“বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নকল করা বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নতুন কিছু নয়। তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প দেশ-বিদেশে সমাদৃত, বহু স্বীকৃতি পেয়েছে। অথচ বিজেপি প্রথমে পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্পগুলির সমালোচনা করলেও পরে নিজেদের শাসিত রাজ্য—মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়—ভোটের সময়ে সেই একই মডেলই নকল করেছে”।অপার্থিব ইসলাম আরও বলেন,“এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এরও হুবহু নকল করল বিজেপি-শাসিত দিল্লির সরকার। যখন মা ক্যান্টিন শুরু হয়েছিল, তখন বিজেপি নানা কটাক্ষ করেছিল। আর আজ নিজেরাই টুকলিবাজি করছে! বাংলা আজ যা ভাবে, দিল্লি কাল সেটাই করে। বিজেপির নিজস্ব ভাবনা কোথায়”?
তৃণমূলের কটাক্ষ, বিজেপির নিজস্ব কোনও জনমুখী প্রকল্প নেই। তাই বাংলার সাফল্যকে বারবার কপি করা ছাড়া তাদের পথ নেই।








