আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপির দিলীপ ও অসীম -একজন বললেন বাউন্সার দেব আর একজন তাঁর গানেই কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থীকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান :- লক্ষ্য গেরুয়া ঝড় তোলা। সেই লক্ষ্য পূরণের সূচনা ঘটাতে দোল উৎসবের দিনকেই বেছে নিলেন বর্ধমানের দুটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী দুই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং অসীম সরকার।
এইদুই বিজেপি প্রার্থীর কেউই তৃণমূলের প্রার্থীদের
ধর্তব্যের মধ্যেই রাখতে চাইছেন না।বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী
কীর্তি আজাদকে ’বাউন্সার’ দেবেন বলে সোমবার বর্ধমানে পৌছেই জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
আর বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারকে কোনঠাসা করেদিতে কটাক্ষে ভরা গান
বেঁধে ফেলেছেন বিজেপি প্রার্থী আসীম সরকার ।
বর্ধমানের এই দুই আসনে ভোট হতে এখনও প্রায় দেড়মাস বাকি রয়েছে।এই সময়কালের মধ্যে প্রচারে ঝড় তুলতে তৃণমূল কি ’স্ট্র্যাটেজি’ নেয়
সেদিকেই এখন তাকিয়ে রাতনৈতিক মহল ।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রবিবার সন্ধ্যায় বর্ধমানের দুটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যে দলীয় নেতৃত্ব দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই আনন্দে মাতেন বিজেপি কর্মীরা। আর সোমবার দিলীপ ঘোষ
বর্ধমানে পৌঁছাতেই বিজেপি কর্মী ও সমর্থকদের
উচ্ছাস সম্পতে পৌছায় ।তারা জাতীয় সড়কের প্যামড়া মোড় থেকে গেরুয়া আবির উড়িয়ে র‍্যালি করে দিলীপ ঘোষকে নিয়ে যান বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন,
“আমি আমার বিপরীতে কে আছে দেখিনা।আমি বোলার দেখি না, বল দেখি।বাউন্সার দি। কর্মীদের জোশ তো দেখলেন। আজ প্রথম দিনেয় বলেই তো ছক্কা হলো।“

কোন কোন ইস্যু কে সামনে রেখে ভোটে লড়বেন?
এর উত্তরে দিলীপ ঘোষ বলেন,হাজারো ইস্যু আছে।বহু ক্ষোভ আছে।আমরা মোদিজীর সুশাসন দেব।ওরা (তৃণমূল ) তো ১০০০ টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম কেড়ে নিতে চাইছে।পঞ্চায়েত পুরসভায় যাঁরা ভোট দিতে পারেন নি , তারা এবার ভোট দেওয়ার সূযোগ পাবেন বলে দিলীপ ঘোষ জানিয়ে দেন।

দিলীপ ঘোষণার মতাই নাম ঘোষণার পর দিনেই
নিজের লোকসভা কেন্দ্রের অধীন কালনায় পৌছে যান অসীম সরকার । কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতাদের সাথে তিনি কালনার জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পৌছে প্রথম পুজো দেন ।পরে পুজো দেন কালনার ১০৮ শিব মন্দিরে ।সেখানে দলের নেতা ও কর্মীদের পাশে বসিয়ে নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার কে কটাক্ষ করে গান গেয়ে বলেন,“ওমা শর্মিলা সরকার/ তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার,/তুমি অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নেই তোমার /ওমা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার”।শুধু এমন গান গাওয়াই নয় ,কেন্দ্রের লাগু করা সিএএ (CAA) এর পক্ষেও এদিন প্রচার করেন অসীম সরকার । তিনি দাবি করেন,সিএএ(CAA) মানুষের নাগরিকত্ব যাওয়ার বিষয় নয় নাগরিকত্ব দেওয়ার বিষয়। তাই মতুয়া সম্প্রদায়ের মানুষদের ১০০ শতাংশ ভোটই তিনি পাবেন।

See also  বেসরকারী হাসপাতালে বাবার মৃত্যুর ঘন্টা দু'য়েক পর হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি