গলসিতে বিজেপি প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি নেতা-কর্মীরা গলসি দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে গলসি বাজার পর্যন্ত পৌঁছান। সেখানে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে।
খণ্ডঘোষ বিধানসভার মন্ডল-১ সভাপতি কানন মাঝি (Kanan Maji) ও গলসি বিধানসভার মন্ডল-১ সভাপতি বিজয় ধারার নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

খণ্ডঘোষ বিধানসভার মন্ডল-১ সভাপতি কানন মাঝি বিজেপি নেতৃত্বদের অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। তারা সতর্কবার্তা দিয়ে জানান হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বিজেপি আন্দোলন আরও তীব্র করবে। প্রতিবাদের উত্তাপে টায়ার জ্বালিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা-কর্মীরা।