আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৃষ্টির জলেই সাঁতার বিজেপি বিধায়কের, ‘দুয়ারে নৌকা’ নিয়ে নামল বামেরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

চাকদহ থেকে বনগাঁ পর্যন্ত রাস্তা যেন গর্ত আর জমা জলের রাজ্য। কোথাও হাঁটু জল, কোথাও মৃত্যুফাঁদ। আর এই দুরবস্থার মাঝেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে দেখা গেল সোজা রাস্তায় সাঁতার কাটতে। তার আগে একই জায়গায় বাম কর্মীরা রীতিমতো নৌকা-জাল নিয়ে নেমে পড়েছিলেন জলমগ্ন রাস্তায়। ‘দুয়ারে নৌকা’ লেখা পোস্টার হাতে মাছ ধরার মতো অভিনব প্রতিবাদে অংশ নেন তাঁরা। এবার সেই জলেই বিজেপি বিধায়কের সাঁতার ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ।

বিষয়টি নিয়ে বঙ্কিম ঘোষ জানান, “এখানে রাজনীতির প্রশ্নই নেই। এটা বিরোধীদের লড়াই আন্দোলনের একটা অভিমুখ।” এরপর তিনি বলেন, “এই সময়ই তো আমরা লড়াই করব। আমার হাতে তো আর বেশি ক্ষমতা নেই! আমি ৭০ লক্ষ টাকা বছরে পাই। ৭০ লক্ষ টাকায় রাস্তা হবে না। ৩০৭টা বুথ আছে। সেখানে কাজ করতে হবে। ফলে রাজ্য সরকার যাতে কাজটা করে আমরা চাই। বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই আমার কাজ।”

অন্যদিকে, হাওড়ার জগদীশপুরে জমা জলের ভোগান্তির প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ। জলনিকাশি সমস্যার সমাধান চেয়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। অবরোধ চলাকালীন পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং সেই সময় শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জও করে। প্রতিবাদকারীরা দাবি করেছেন, বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে তাঁদের।

See also  গলায় ফাঁস লাগানো অবস্থায় নিখোঁজ যুবকের মৃতদেহ মিললো জঙ্গলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি