আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোনারপুরে বিজেপির হেভিওয়েট নেতা ও পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিধায়কের হাত ধরে তৃনমূল কংগ্রেসে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: আর কয়েকমাস পর রাজ্যে ভোট।আর এই বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলা। এবার সোনারপুরে হয়ে গেল রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদারআনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তৃণমূলের নেতৃবৃন্দ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ আরো অনেকে।

এদিনএই যোগদানের পর বিধায়ক লাভলী মৈত্র বলেন,তৃণমূল শক্তিশালী কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান।অন্যদিকে, সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন,এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছি।তাই তৃনমূল কংগ্রেসের সদস্য হলাম উন্নয়নের স্বার্থে।বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে।আর তার আগে ডাকাবুকো এই বিজেপি নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

See also  প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ নিখিলানন্দ সর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি