আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিষ্ণুপুরে অনাথ শিশুদের পাশে রাজীব ঘোষাল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিষ্ণুপুরে অনাথ শিশুদের পাশে রাজীব ঘোষাল

নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর :- অনাথরা যেন তার পরনা। তাই মাঝে মাঝে অনাথ আশ্রমের শিশুদের কাছে গিয়ে বেশ কিছুটা সময় কাটান বিষ্ণুপুর জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষাল। বিগত দিনে এলাকায় সব সময় তাকে মানুষের পাশে থাকতে দেখা গেছে। বর্তমানে লকডাউন চলছে। মানু‌ষের উপার্জন বন্ধ থাকায় সকলের ভাঁড়ালে এক রকম টান পরেছে বলাই যায়। সাথে সাথে টান পরেছে অনাথ আশ্রম গুলিতে। তাই অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন যুব নেতা রাজীব ঘোষাল। এদিন তিনি বাঁকুড়ার বিষ্ণপুর একটি আশ্রমের একশো ত্রিশ জন শিশুর মুখে খাবার তুলে দিলেন। খাবারের মেনু ছিল ভাত, ডাল, পোস্তো, মাংস, চাটনী পাপড় আর চকলেট। নিজ হাতে অনাথ আশ্রমের ছোট্ট শিশুদের অন্যদ্রব্য পরিবেশনও করলেন।

রাজীব বাবু বলেন, জননেত্রী মমতা ব্যানার্জী লক ডাউনের দিন থেকেই রাতদিন এক করে মানু‌ষের কাজ করছেন। পাশাপাশি পাশে দাঁড়িয়ে রেশনের ব্যবস্থা করেছেন। তিনি তার নিজ উদ্দ্যোগে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আজকে তিনি বিষ্ণুপুরের একটি অনাথ আশ্রমে এসেছিলেন। সেখানকার শিশুদের পাশে দাঁড়িয়েছেন।

তার এমন উদ্দ্যোগে খুশি আশ্রমের কর্মকর্তা থেকে শিশুরা সকলেই।

See also  চোলাই মদের আসর বন্ধ করলো প্রমিলা বাহিনী,বাধা দিলে মদ বিক্রেতা মারধর করলেন মহিলাদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি