আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের রাস্তায় বাইকে চড়ে বিকৃত অঙ্গভঙ্গি! কখনও প্রকাশ্যে নগ্নতা— ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ! পুলিশ-কে স্যালুট, ধন্যবাদ জ্ঞাপন তৃণমূল জেলা পরিষদ অধ্যক্ষ-র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকার ব্যস্ত রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা। দুপুরের ভিড়ভাট্টার সময় রাস্তায় চলাচল করছে টোটো, বাইক ও মানুষজন। এই সময়ই এক যুবক বাইক চালাতে চালাতেই প্রকাশ্যে যৌনাঙ্গ বার করে অসভ্য অঙ্গভঙ্গি করতে শুরু করে। কাছেই চলছিল একটি টোটো, তাতে বসেছিলেন এক তরুণীসহ আরও কয়েকজন যাত্রী।

প্রথমে কেউ বিষয়টি বুঝে উঠতে না পারলেও, ধীরে ধীরে যুবকের কুরুচিকর আচরণ বাড়তে থাকায় অস্বস্তি ছড়িয়ে পড়ে এলাকায়। টোটোতে বসা তরুণীটি বারবার চোখ ফিরিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, অভিযুক্ত যুবক ইচ্ছে করে টোটোর কাছাকাছি এসে কুৎসিত ইঙ্গিত করতে থাকে। কখনও বিকৃত অঙ্গভঙ্গি, কখনও প্রকাশ্যে নগ্নতা—সবই ঘটে দিনের আলোয়, জনসমক্ষে। আশপাশে থাকা মানুষ ও অন্যান্য গাড়িচালক কেউ মুখ খুলেননি, কেউ প্রতিবাদও করেননি। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিডিয়ো দেখে পুলিশ নিজেই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে শুক্রবার ১০ই অক্টোবর ওই তরুণী বর্ধমান থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।


থানার সামনে দাঁড়িয়ে তরুণী জানান, “প্রথমে আমি বুঝতে পারিনি, কারণ ছেলেটি মাস্ক পরে ছিল। হঠাৎ সামনে এসে ও এমন আচরণ শুরু করে। আমি প্রতিবাদ করি, কিন্তু থামে না। শেষে ভিডিয়ো করি”। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সন্তোষ বিশ্বাস ওরফে বাবু (বয়স ৩৬)। তার বাড়ি বর্ধমানের বড় নীলপুর দক্ষিণ শান্তি পাড়া এলাকায়। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়েছে ওই বিকৃত যুবক। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, “সর্বপ্রথম আমি বলব সেইসব বদমাইশ- অশিক্ষিত বিজেপির দল, অশিক্ষিত সিপিআইএমের দল যারা বারবার মন্তব্য করছেন বর্তমান রাজ্য সরকার এবং বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, সেই হতভাগা গুলো যেন এই সংবাদটা পায়। বেশ কিছুদিন আগেকার ঘটনা, আমাদের পুলিশ প্রশাসনের খারাপ লেগেছে।

See also  পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার অন্তর্গত গোতান জিপিতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শম্পা ধারা


তারা ভেবেছেন এলাকার পরিবেশ দূষণ হয়েছে, তাই পুলিশ নিজেই নিজেদের উদ্যোগে যে মহিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছিলেন তাঁকে থানায় ডেকে পাঠিয়ে অভিযোগ করার জন্য বলেন। এবং অতি দ্রুত সেই অসভ্য- নোংরা বিকৃত মস্তিষ্ক যুবককে গ্রেফতার করে মহামান্য আদালতে পেশ করা হয়েছে। তাহলে পুলিশ প্রশাসন কতটা তৎপর হলে এই মানবিক পদক্ষেপের দিকে অগ্রসর হওয়া যায় তারই জ্বলন্ত উদাহরণ বর্ধমানের ঘটনা।


সিপিআইএমের মোঃ সেলিম বর্ধমানে এসে পুলিশকে অপদার্থ বলে কটাক্ষ করে গেছেন তাই আমি ওনাকে পাগল বলে আখ্যায়িত করতে চাই। আমি বলব উনি উন্মাদ। মোঃ সেলিম যেন পুলিশের এই তৎপরতা পরিলক্ষিত করেন সেটা আমরা চাই। দুর্গাপুরে ডাক্তার ছাত্রী ধর্ষণ ঘটনায় অভিযুক্তরা পুলিশের জালে, পুলিশ প্রশাসন কখনোই নোংরামি, খারাপ কাজ, ক্রাইম বরদাস্ত করেননি ভবিষ্যতেও করবেন না,কারণ তারা পুলিশ মন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি বাংলার পুলিশ প্রশাসন তথা বর্ধমান জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ স্যালুট জানাই”।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি