বর্ধমান ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সন্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার রায়ান স্কুলের মাঠে ।এদিনের এই বিজয় সন্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী,মন্ত্রী স্বপন দেবনাথ,বিধায়ক নিশিথ মালিক ,বিধায়ক অলোক কুমার মাঝি ,বর্ধমান ১নম্বর ব্লক সভানেত্রী কাকলি তা ,বর্ধমান ১নম্বর ব্লক যুব সভাপতি মানষ ভট্টাচার্য ।
এদিন যুব সভাপতি মানষ ভট্টাচার্য বলেন আগামীদিন মমতা ব্যানার্জীর নেতৃত্বে বর্ধমান ১ব্লক সমস্ত মানুষরা কাধে কাধ মিলিয়ে তৃনমূল কংগ্রেসকে ভালো জায়গায় নিয়ে যাবো ।এবং ২৩ শের পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ৯টা পঞ্চায়েতি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো ।এবং ২৪শে লোকসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে বসাবো ।