২৪ আগস্ট, শনিবার থেকে পর্দায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯। বরাবরের মতো এ বারও সঞ্চালনার দায়িত্বে থাকছেন সলমন খান। নতুন মৌসুমের জন্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল যে আগস্ট থেকেই সম্প্রচার শুরু হবে শো-এর, সেই অনুযায়ী এবার যাত্রা শুরু করছে বিগ বসের নতুন অধ্যায়।
কালার্স টিভি ও জিও হটস্টারে ২৪ আগস্ট থেকে সম্প্রচারিত হবে ‘বিগ বস’ সিজন ১৯। এ প্রসঙ্গে সলমন জানিয়ে দিয়েছেন, “আমি নিজে ‘বিগ বস’র একটা বড় অংশ। এবং আমরা জানি যে প্রতিবছরই ‘বিগ বস’র ঘরে নতুন নতুন অনেক টুইস্ট থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। তাই আমিও আর পাঁচজন দর্শকের মতোই মুখিয়ে রয়েছি নতুন সিজনের জন্য।”

নতুন মৌসুমের প্রতিযোগীদের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি সহ আরও অনেকে রয়েছেন সেই তালিকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এবারের সিজনের বাজেট কিছুটা কমানো হয়েছে। তার প্রভাব পড়েছে সলমনের পারিশ্রমিকেও। জানা গিয়েছে, সঞ্চালনার জন্য এ বার তিনি পাচ্ছেন প্রায় ১২০-১৫০ কোটি টাকা। তুলনায়, বিগ বস ১৭-তে তিনি পেয়েছিলেন ২৫০ কোটি এবং বিগ বস ১৮-তে প্রায় ২০০ কোটি টাকা। এছাড়া নতুনত্ব হিসেবে এবার প্রথমে ওটিটি প্ল্যাটফর্মেই হাজির হবে বিগ বসের পর্বগুলি।