আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমানের ভাষাপুরে নবনির্মিত গঙ্গাধর মহাদেব মন্দিরে ধুমধামে অভিষেক ও মহোৎসব পালিত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার একলক্ষী গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়ার ভাষাপুর গ্রামে নবনির্মিত গঙ্গাধর মহাদেব মন্দিরে আজ ধর্মীয় নিয়ম মেনে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলো। দ্বারকেশ্বর নদীর তীরে বহু পুরনো এই শিবমন্দিরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। স্থানীয় গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে মন্দিরটির পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে।মন্দিরটি মহাদেব ‘গঙ্গাধর’ নামে পরিচিত, যিনি সারা বছর ধরে এখানে পূজিত হন। গ্রামবাসীদের বিশ্বাস, বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলেও মন্দিরটি কখনও জলমগ্ন হয় না। বরং ‘বাবা গঙ্গাধর’ স্বয়ং এলাকাবাসীকে সুরক্ষা প্রদান করেন।

প্রতিদিন নিয়মিত নিত্যসেবা চললেও প্রতি ১২ বছর অন্তর এখানে গঙ্গাধরের গাজন উৎসব মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। আজকের অভিষেক উপলক্ষে ভোরবেলায় গঙ্গা থেকে পবিত্র জল এনে মন্দির ধৌতুকরণ করা হয়। এরপর সারাদিন ধরে চলে হোম যজ্ঞ, পূজা-পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। মন্দির কমিটির পক্ষ থেকে আজকের দিনটিকে ঘিরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ভক্তের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। দুপুরে সকলেই প্রাসাদিক ভোজনে অংশ নেন।অভিষেকের দিনটি আরও বিশেষ করে তুলতে সন্ধ্যায় আয়োজিত হয়েছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

See also  দেবীর আগমন গজে, গমন নৌকোয় ; মহালয়া থেকে ভাইফোঁটা- এ-বছর কবে কী ?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি