বাঁকুড়াঃ শারদোৎসব শেষে যখন লক্ষীপুজোয় ফুলের চাহিদা ব্যাপক থাকে, ঠিক তখন অকাল বৃষ্টিতে মাথায় হাত ফুল চাষীদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের পান শিউলী গ্রামে গিয়ে দেখা গেল বিঘার পর বিঘা গাঁদা ফুলের জমি ভারী বৃষ্টির জেরে নষ্ট হয়ে গেছে। ফলে চরম ক্ষতির মুখে সংশ্লিষ্ট চাষীরা।
পান শিউলী গ্রামের চাষীরা বলেন, মূলতঃ ফুল চাষ করেই তাদের সংসার চলে। কিন্তু চলতি বছরে ধারাবাহিক বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছে। প্রাত্যহিক সংসার খরচ চালানো তো দূরঅস্ত, মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের টাকা শোধ করাই অসম্ভব হয়ে পড়েছে বলে তারা জানান।
এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত বলেন, অতি বৃষ্টির কারণে ফুল চাষীরা সমস্যায় পড়েছেন। পুরো বিষয়টি কৃষি দপ্তরের নজরে আছে। এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানান।