আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারী বৃষ্টির কারণে লক্ষী পূজোর আগেই ক্ষতির মুখে ফুল চাষীরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাঁকুড়াঃ শারদোৎসব শেষে যখন লক্ষীপুজোয় ফুলের চাহিদা ব্যাপক থাকে, ঠিক তখন অকাল বৃষ্টিতে মাথায় হাত ফুল চাষীদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের পান শিউলী গ্রামে গিয়ে দেখা গেল বিঘার পর বিঘা গাঁদা ফুলের জমি ভারী বৃষ্টির জেরে নষ্ট হয়ে গেছে। ফলে চরম ক্ষতির মুখে সংশ্লিষ্ট চাষীরা।
পান শিউলী গ্রামের চাষীরা বলেন, মূলতঃ ফুল চাষ করেই তাদের সংসার চলে। কিন্তু চলতি বছরে ধারাবাহিক বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছে। প্রাত্যহিক সংসার খরচ চালানো তো দূরঅস্ত, মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের টাকা শোধ করাই অসম্ভব হয়ে পড়েছে বলে তারা জানান।
krishaksetu news bangla
krishaksetu news bangla
এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত বলেন, অতি বৃষ্টির কারণে ফুল চাষীরা সমস্যায় পড়েছেন। পুরো বিষয়টি কৃষি দপ্তরের নজরে আছে। এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানান।

 

See also  পেশায় ফেরিওয়ালা মধু শার গলায় পুরনো দিনের গান।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি