কৃষ্ণ সাহা :- ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড এর চালের প্যাকেট নকল করে দেদার ব্যবসা। হাতেনাতে ধরা পড়লো অবৈধ কারবারিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকায়।
সূত্রের খবর,মাধবডিহি থানার বুলচন্দ্রপুরের ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেড নকল করে বিভিন্ন বাজারে চালের ব্যবসার ফাঁদ পেতেছিল অবৈধ কারবারীরা। গোপন সূত্রে সেই খবর যায় ভৈরবী রাইসমিল প্রাইভেট লিমিটেডের কর্ণধার এর কাছে। তবে কারা এই কুকর্ম করে ভৈরবী রাইস মিল প্রাইভেট লিমিটেডের নামে নিজেদের চাল বিক্রি করছে সেটাই নিয়ে ধোঁয়াশায় ছিলেন দীর্ঘদিন ধরে।
অবশেষে গত ২৭ এ ফেব্রুয়ারি দুপুরে ভৈরবী রাইস মিলের কর্ণধারের কাছে খবর যায় যে পূর্ব বর্ধমানের মেমারির একটি রাইস মিল থেকে চালের বস্তা নকল করে চাল বোঝাই করা হচ্ছে ট্রাকে। সূত্র মারফত এই খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হাজির হন ভৈরবী রাইস মিলের কর্মকর্তারা। যোগাযোগ করা হয় মেমারি থানার সঙ্গে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মেমারি থানার পুলিশ।। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় প্রায় ৩৬৪ বস্তা ডুপ্লিকেট চাল রয়েছে। আনুমানিক ছয় থেকে সাত মাস ধরে এই চালের বস্তা নকল করে অবৈধ কারবার চালাচ্ছিল অবৈধ কারবারিরা বলে খবর।
নির্দিষ্ট সূত্র না পাওয়ায় এতদিন তাদের ধরা যায়নি। ওই ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ভৈরবী রাইস মিলের মিনিকেট চালের বস্তা নকল করে তার মধ্যে পাঁচমিশালী ভরে বিক্রি করার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ভাবমূর্তি। তাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরবী রাইস মিলের কর্ণধার রাকেশ মন্ডল।