জম্মু–কাশ্মীরের জম্মুতে অনুষ্ঠিত ৬৯-তম জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব–১৯ টেবিল টেনিসে নজরকাড়া সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গ। বালক বিভাগে টিম ইভেন্টে পশ্চিমবঙ্গ সোনা এবং বালিকা বিভাগে রুপো জিতে রাজ্যের ক্রীড়া দিগন্তকে আরও উজ্জ্বল করল তরুণ প্রতিভারা।
টিম ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও উজ্জ্বল সাফল্য এসেছে বাংলার ঝুলিতে। উত্তর কলকাতার ঐশীক ঘোষ ব্যক্তিগত বিভাগে সোনা এবং উত্তর ২৪ পরগনার নন্দিনী সাহা রুপো জিতে রাজ্যের গৌরব আরও বাড়িয়েছেন।
এই কৃতিত্বে খুশি পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম সহ গোটা পূর্ব বর্ধমান জেলা। তিনি বিজয়ী খেলোয়াড়দের পাশাপাশি তাঁদের গড়ে তোলা সকল কোচিং স্টাফকে নিষ্ঠা, মমতা ও প্রজ্ঞার জন্য আন্তরিক অভিনন্দন জানান।
অপার্থিব ইসলাম বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের ক্রীড়া বিভাগের এই স্বর্ণালি সাফল্য আগামী দিনে আরও উজ্জ্বল হয়ে উঠুক— এটাই আমাদের সকলের কামনা”।








