বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। বাংলা ও উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। শুক্র-শনি এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটানা দু তিন দিন বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। এরই মধ্যে শনিবার এবং রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উন্নয়ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত শুরু হবে। এদিন সকালে কলকাতায় তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রী সেন্টিগ্রেড.। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৭০ থেকে ৯৪ শতাংশ। শুক্র এবং শনিবার এই দুই দিন মৎস্যজীবীদের বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।