মীর ওজল, (খন্ডঘোষ) :- পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের কার্যালয়ে চলছে বাংলার শস্য বীমার ফরম ফিলাপের শিবির। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত চাষীরা আজকের এই শস্য বীমা শিবিরে এসে নিজেদের ফসলের বীমার সুযোগ সুবিধা নিচ্ছেন।
খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ নিজের শস্য বীমা শিবিরে বসে আগত চাষীদের ফরম ফিলাপ করে দিচ্ছেন। এছাড়া উপস্থিত ছিলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা।
আজকের এই শস্য বীমা শিবির থেকে এলাকার চাষীরা আমন ধান, বোরো ধান, আলু, সরষে, মসুর কলাই, গম সহ বিভিন্ন ফসলের উপর শস্য বীমার সুযোগ-সুবিধা পাবেন।
চাষিরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাদের মত চাষীদের কথা ভেবে এই বিমার সুযোগ-সুবিধা করে দিয়েছেন এতে আমাদের মত ছোট বড় সমস্ত চাষিরা অনেক উপকৃত হচ্ছি।