অনেক সময় অবসর-পরবর্তী জীবনে সমস্যায় পড়েন ক্রিকেটাররা। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে তাঁদের প্রয়াণের পর, যখন পরিবারকে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়। সেই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ), যাকে স্বীকৃতি দিয়েছে বিসিসিআই।
গত শনিবার বেঙ্গালুরুতে আইসিএ-র দ্বিতীয় বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০ জন প্রয়াত ক্রিকেটারের পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে আইসিএ-র ডিরেক্টর যজুবিন্দ্র সিং জানান, “আমরা ৬০ বছর বয়সের বেশি আরও ১৫০ জন সদস্যের তালিকা তৈরি করেছি। যারা বিসিসিআই বা রাজ্য সংস্থাগুলির থেকে কোনও রকম পেনশন বা ভাতা পান না।”

আইসিএ-র নিজস্ব একটি স্বাস্থ্যবিমা প্রকল্পও রয়েছে। বর্তমানে ১০৭৯ জন সদস্য ২.৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার আওতায় আছেন। এর পাশাপাশি প্রতিবছর ৪৩ ধরনের স্বাস্থ্যপরীক্ষার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পে তাঁরা অন্তর্ভুক্ত হয়েছেন, যারা পুরুষদের ক্রিকেটে অন্তত ১০ থেকে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা মহিলাদের ক্রিকেটে অন্তত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় আইসিএ। ভারতীয় ক্রিকেট বোর্ডও সংস্থাটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। বর্তমানে সংস্থার সদস্যসংখ্যা ১৭৫০-এরও বেশি। প্রতিবছর প্রাক্তন ক্রিকেটারদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প হাতে নেয় তারা। এবারের এই আর্থিক সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ।