বাতানপাড়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি ও আমরা সবাই ক্লাব যৌথ উদ্যোগে রবিবার লক্ষ্মীপুর মাঠে আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।।
সেখানে ব্লাড সুগার,পেসার, অক্সিগেন লেভেল , অস্থি বা হারের সমস্যা, মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা, নানা চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রায় 100 বাসিন্দা শিবিরে যোগ বলে জানা গিয়েছে।
বাতানপাড়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আসাদুর রহিম বলেন বিভিন্ন ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবির প্রতিমাসে করার চেষ্টা করব।