উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাত পোহালেই বাঙালির আরো এক উৎসব কালী পুজো।আলোর উৎসব কালী পুজো।চলছে পুজোর শেষ মূহুর্তের প্রস্তুতি। আর শনিবার দুপুরে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে জয়নগরে এলেন বারুইপুর এস ডি পি ও অভিষেক রঞ্জন।তিনি এদিন জয়নগর থানার দক্ষিন বারাশত পঞ্চায়েতের দক্ষিন বারাশত অটোস্ট্যান্ডের মোড়ে ইয়ং ব্লাড ক্লাবের পুজো মন্ডপ, প্রতিমা সহ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।

কথা বলেন পুজো কমিটির উদ্যোক্তা সমাজসেবী তুহীন বিশ্বাসের সাথে।পুজোর সময় যাতে কোনো ভাবে যানজট না হয় সেদিকে বিশেষ নজর রাখতে বলেন।এরপরে তিনি জোড়াপুল যুব গোষ্ঠীর পুজো মন্ডপ ও ঘুরে দেখেন।কথা বলেন পুজো কমিটির সদস্যদের সাথে।উল্লেখ্য এই দুটি পুজোই হয় রাস্তার পাশে।


বহু দর্শক সমাগম হয় পুজোর কদিন।তাই জন বহুল রাস্তার পাশে যাতে দর্শনার্থী ও সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিতে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনকে বলেন।এদিন এস ডি পিওর সাথে ছিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল।
