উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে আবারও গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক । সঞ্জয় মন্ডল অরফে আমির হামজা।বাংলাদেশের নাম বদলে সঞ্জয় রাখেন, যাতে ভারতে থাকতে সমস্যা না হয়। ভারতীয় নথি করতে সাহায্য করেন রামগোপালপুরের গোস্ট মন্ডল। ১২ হাজার টাকার বিনিময়ে ভারতীয় গোস্ট মন্ডল ভোটার কার্ড তৈরি করেন।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড। ২০১৪ সালে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে আসেন ভারতে, ওই নৌকার ২২০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে প্রায় ২৫ জন প্রবেশ করেন ভারতে , তার পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকতে শুরু করেন বিভিন্ন নামে ।
বিল্ডার্স দোকানে কাজ করতেন। ওই উপার্জনের টাকা বাংলাদেশিদের মারফত পাঠাতেন বাংলাদেশের থাকা মায়ের কাছে ।ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।








