আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় সাড়া জাগানো রেজাল্ট বঙ্গতনয়া নিলুফার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান

সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় ইতিপূর্বে বঙ্গ তনয়া দেবদত্তা মাঝি গর্বিত করেছিলেন বাংলাকে।এবার আর এক বঙ্গ তনয়া নিলুফা ইয়াসমিনের সাফল্যে গর্বিত হল বাংলা।দেবদত্তা ও নিলুফা দু’জনেই পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা।২০২৩
সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন দেবদত্তা। এরপর সর্বভারতীর জয়ন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও দেবদত্তা তাক লাগানো রেজাল্ট করেন।জয়েন্ট এন্ট্রান্সের(JEE মেন) প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ১০০-য় ১০০ পেয়ে দেবদত্তা প্রথম স্থান লাভ করেন। দেবদত্তার এই সাফল্যের পর তিন মাস কাটতে না কাটতে UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইণ্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করে নিলুফা ইয়াসমিন তাক লাগিয়ে দিয়েছেন।তার সাফল্য এখন অনেক তরুণ তরুণীকে প্রেরণা জোগাচ্ছে।

নিলুফার এই সাফল্যে পরিবার পরিজনের মতোই খুশি তাঁর বসতি স্থান কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দারা। নিলুফা জানিয়েছেন,“ এর আগেও দু’বার তিনি UGC NET JRFপরীক্ষায় বসেছিলেন। কিন্তু আশানুরূপ ফল হয়নি। তা বলে তিনি থেমে থাকেন নি। আরো বেশীকরে পড়াশুনা করে নিজেকে তৈরি করেন।তাতেই সাফল্য মিলেছে।“ নিলুফা আরো বলেন,“প্রথম দু’বার ব্যর্থ হওয়ার পর মন খারাপ হয়েছিল ঠিকই,তবে ভেঙে পড়িনি।বিশ্বাস ছিল আমি পারবো।এবার শুধু পাশ করার দৃঢ় লক্ষ্য ছিলনা,ছিল শীর্ষে পৌঁছানোর লক্ষ্য।সেটাই হয়েছে বলে নিলুফা জানিয়েছেন”।

মেয়ে নিলুফা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ হয়েছে দেখে
খবুই আনন্দিত পরিবারের সদস্যরা।নিলুফার মা-বাবা,শিক্ষক,প্রতিবেশী সবাই উচ্ছ্বাসে ভাসেছেন।ছোট শহর থেকে উঠে এসে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করাটা নিলুফার কাছে যেন এখন স্বপ্নের মতো লাগছে।

ছোট বয়সে স্কুল জীবনের শুরু থেকেই পড়াশুনায় অত্যন্ত মনোযোগী ছিলেধ নিলুফা।পরবর্তী সময়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও নিলুফা তাঁর মেধার পরিচয় দিয়ে গিয়েছেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই নিলুফা UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন। চড়ান্ত সফলতাও অর্জন করে নিয়েছেন তিনি।

নিলুফা এখন কাটোয়ার তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা।কেননা তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোন বাধা হতে পারে না।বাংলাকে গর্বিত করা বঙ্গতনয়াদের সাফল্যের তালিকায় এখন দেবদত্তা মাঝির মতোই জ্বলজ্বল করছে নিলুফা ইয়াসমিনের নাম ।

See also  নবস্থা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো আজ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি