চন্দ্রকোনার ডুকিতে ইঞ্জিন ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় দেবের গাড়ির। তবে সেই গাড়ি থেকে কিছু মিনিট আগেই নেমে শুটিং ফ্লোরে পৌঁছান দেব। তাই বড়ো দুর্ঘটনা থেকে একটুর জন্যে রেহাই পেলেন অভিনেতা।
দুর্ঘটনার কবলে অভিনেতা সাংসদ দেবের গাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ডুকিতে প্রয়াগ ফিল্মসিটির কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর ইঞ্জিন ভ্যানের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে দেবের গাড়ির। যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অভিনেতা সাংসদ। জানা গিয়েছে, একটি সিনেমার শুটিং শুরু হয়েছে প্রয়াগ ফিল্ম সিটিতে।
সেই শুটিংয়ের জন্য সাংসদ দেব এই গাড়িতে করেই আসেন প্রয়াগ ফিল্ম সিটিতে। দেবকে ছেড়ে গাড়িটি প্রয়াগ ফিল্মসিটির থেকে বেরোনোর সময় দুর্ঘটনার কবলে পড়ে। এখনও এই ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তবে কীভাবে এই সংঘর্ষ হল বর্তমানে তা খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ।











