আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর এই দিনই পাহাড়ে বনধের ডাক দিয়েছেন বিনয় তামাং। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের কয়েক হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবেন। অতীতে পাহাড়ের বনধের চিত্র মনে করে অনেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা করছেন।
সূত্রের খবর, পাহাড়ে বনধের ডাক দেওয়ার এই খবর ইতিমধ্যেই পর্ষদে এসে পৌঁছেছে। গোটা বিষয়টি নিয়েই আলাপ-আলোচনা শুরু করছে মধ্যশিক্ষা পর্ষদ। শিলিগুড়ি জেলার ডিআই-কে গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করার নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। তথ্য অনুযায়ী, কালিম্পং জেলায় মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ৩৩ থেকে ৩৪ টি। মোট পরীক্ষা দেবেন ৩,৪৩৯ জন। দার্জিলিং-এ মোট ৩৭ টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে।
৫৩২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।প্রসঙ্গত, সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ হয়। মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন সকালে পৃথক গোর্খাল্যান্ড চেয়ে সুর চড়ান বিনয় তামাং। বিনয় বিবৃতিতে জানিয়েছেন, আমাদের ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি মনে করি না সংবিধানের ওপরে কেউ আছে। গতকাল যে প্রস্তাব পাশ হয়েছে, তা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে তিনি উত্তরবঙ্গের মানুষকে সরব হতে বলেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে অত্যাচারিত বলে মন্তব্য করেছেন বিনয়।
প্রসঙ্গত, বিনয় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। জিটিএ ভোটে জিতে সভাসদ হন। তবে কিছুদিনের মধ্যে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। বিনয় তামাং তাঁর বিবৃতিতে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ও কার্শিয়াংয়ের বিধায়ক বি পি বাজগাইকে ধন্যবাদ জানিয়েছেন।বিনয়ের এই বনধের ডাক ঘিরে পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা করা হয়েছে। জানা গিয়েছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে।