রথীন রায়:- সামান্য একজন পঞ্চায়েত জনপ্রতিনিধি হয়ে ওঠার পরেই লাফিয়ে লাফিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধি করেছেন অনেকেই ! এমন উদাহরণের কমতি নেই ! এই যেমন রামপুরহাটের বগটুই কান্ড ঘটে যাওয়ার পর কেঁচো খুঁড়তে অনেক কেউটই বেরিয়ে আসছে ! দেখা যাচ্ছে কেউ সামান্য একজন থানার গাড়ি চালক ছিলেন, আবার কেউ ছিলেন রাজমিস্ত্রি ! কিন্তু পরে তারাই জনপ্রতিনিধি অথবা নেতা হয়ে বেতাজ বাদশা হয়ে উঠেছেন ! এসবের পরেই কৌতূহল তৈরি হয়, পঞ্চায়েত জনপ্রতিনিধি হয়ে ওঠার পর ঠিক কত টাকা বেতন বা সান্মানিক পেয়ে থাকেন এই জনপ্রতিনিধিরা !
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নতুন বেতন কাঠামো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে যে ঘোষণা করেছিলেন তা থেকে জানা যায়, জেলা পরিষদের সদস্যদের বেতন ৬ হাজার ৬০০ থেকে বেড়ে করা হবে ৯ হাজার টাকা ! সহকারি সভাধিপতিদের বেতন ৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ৮ হাজার টাকা ! কর্মাধ্যক্ষদের বেতন ৪ হাজার থেকে বেড়ে হচ্ছে ৭ হাজার টাকা ! জেলা পরিষদের সাধারণ সদদ্যদের দেড় হাজার থেকে বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা ! পঞ্চায়েত সমিতির সভাপতিদের বেতন সাড়ে তিন হাজার থেকে বেড়ে হচ্ছে ৬ হাজার টাকা ! সহ সভাপতিদের বেতন তিন হাজার থেকে বেড়ে হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা ! কর্মাধ্যক্ষদের ২৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা ! সাধারণ সদস্যদের ভাতা দেড় হাজার থেকে বেড়ে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা !
গ্রামসভার প্রধানদের ভাতা ৩ হাজার থেকে বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা ! উপপ্রধানদের ভাতা ২ হাজার থেকে বেড়ে হচ্ছে ৪ হাজার টাকা ! উপসমিতির সঞ্চালকদের ভাতা ১ হাজার ৮০০ থেকে বেড়ে হচ্ছে ৩৮০০ টাকা৷ সাধারণ সদস্যদের ভাতা দেড় হাজার থেকে বেড়ে হচ্ছে ৩০০০ টাকা ! অর্থাৎ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন জনপ্রতিনিধি মাসে ১০ হাজার টাকার বেশি পান না ! তারপরেও কিভাবে বগটুই গ্রামের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের মত জনপ্রতিনিধি অথবা আনারুল হোসেনের মত তৃণমূল নেতা কিভাবে রাতারাতি বেতাজ বাদশা হয়ে উঠেছেন সেটাই প্রশ্নের !
অন্যদিকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় এই সকল জনপ্রতিনিধিরা আর হাতে গরম টাকা পাবেন না ! তারা এবার থেকে তাদের এই প্রাপ্য বেতন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন !!