আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পৌষের আমেজে মেতে উঠছে বাদুলিয়া, পয়লা পৌষে শুরু ‘মনের মেলা’ উৎসব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শীতের হিমেল হাওয়া, নবান্নের গন্ধ আর পৌষসংক্রান্তির অপেক্ষা—এই আবহেই পৌষ মাসকে বরণ করে নিতে প্রস্তুত পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার বাদুলিয়া। এখানেই পয়লা পৌষ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ‘মনের মেলা’ উৎসব। গ্রামবাংলার প্রাণের এই মেলা ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব পড়ে গেছে গোটা এলাকাজুড়ে।

মেলা উপলক্ষে থাকছে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য, কবিতা পাঠের পাশাপাশি গ্রামবাংলার চিরাচরিত যাত্রা অনুষ্ঠান। পৌষের শীতলতায় মোড়া এই মেলায় একদিকে যেমন থাকবে উৎসবের উষ্ণতা, তেমনই ফুটে উঠবে খাঁটি বাঙালিয়ানা ও লোকসংস্কৃতির রঙিন ছবি।

মেলা উদ্যোক্তাদের তরফে অন্যতম উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান,
“পৌষ মানেই বাঙালির প্রাণের মাস। এই মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও উৎসবের আবেগ। সেই ভাবনা থেকেই প্রতি বছর বাদুলিয়ায় ‘মনের মেলা’ আয়োজন করা হয়। পয়লা পৌষ থেকেই এই মেলা শুরু হচ্ছে। এখানে শুধু বিনোদন নয়, গ্রামবাংলার সংস্কৃতি, লোকশিল্পী ও যাত্রাশিল্পীদের তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য”।

তিনি আরও বলেন, “আজকের দিনে যখন আধুনিকতার চাপে অনেক লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, তখন এই মেলার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের সামনে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে চাই। পৌষের মেলায় এসে মানুষ যেন কিছুক্ষণের জন্য হলেও শহুরে ব্যস্ততা ভুলে গ্রামবাংলার আনন্দে মেতে উঠতে পারেন—সেটাই আমাদের প্রয়াস। মেলার প্রতিটি আয়োজনে থাকবে বাঙালির নিজস্ব রুচি ও সংস্কৃতির ছাপ”।

বিশ্বনাথ রায় জানান, মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরাও অংশ নেবেন। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সকলকে এই পৌষের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পৌষের শীতল হাওয়া, ঢাকের তালে তালে লোকসংগীত আর যাত্রার আলোর ঝলক—সব মিলিয়ে বাদুলিয়ার ‘মনের মেলা’ হয়ে উঠতে চলেছে শীতের মরসুমে পূর্ব বর্ধমানের অন্যতম আকর্ষণ।

See also  পাঁচ শিক্ষকই যদি ভোটের কাজে যান, স্কুল সামলাবে কে? মঙ্গলকোটের প্রাথমিক বিদ্যালয়ে অনিশ্চয়তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি