আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লেপ তৈরিতে লাল কাপড়ের ঐতিহাসিক কাহিনির প্রেক্ষাপট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

রথীন রায় :- এখন বর্ষাকাল চলছে ! শীতকাল আসার কয়েকদিন আগে থেকেই লোকজনের ভিড় পরে লেপ বানাতে ! শীতকাল আসার সাথে সাথেই দোকানগুলিতে দেখা যায় লেপে লাল কাপড় সেলাই করতে ! ব্যবসায়ীরাও তখন আনন্দে মেতে ওঠে লেপ তৈরি করতে ! কারণ তারা তাদের লাভের অংশটা হাতছাড়া করতে চায়না ! তবে জানেন কি লেপে কেন শুধু লাল কাপড় ব্যবহার হয় ? হয়তো এই প্রশ্নটা আপনারও মনে এসেছে কিন্তু বিষয়টাকে নিয়ে মাথা ঘামানোর অত সময় পাননি !

 

চলুন আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ! লেপ তৈরীর শিল্প সর্বপ্রথম তৈরি হয় মুর্শিদাবাদে ! তখন এই শিল্পের নাম ছিল সর্বত্র ! লম্বা আঁশের কার্পাস তুলা থেকে বীজ ছাড়িয়ে লাল রঙ্গে চুবিয়ে শুকিয়ে ভরা হতো নরম সিল্ক এবং মখমলের মাঝখানে ! অবিভক্ত বাংলায় মুর্শিদকুলি খানের সময় থেকে লেপে মখমলি কাপড় ব্যবহারের প্রচলন হয়ে আসছে ! এরপর মুর্শিদকুলি খাঁর জামাতা সুজাউদ্দিন লেপে মখমলের পরিবর্তে সিল্কের কাপড় ব্যবহার শুরু করেন ! তবে লেপের কাপড়ের রং এর কোনো পরিবর্তন করেননি !

 

 

তবে মখমলের কাপড় বা সিল্কের কাপড়ের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ আজও লেপের কাপড়ে লাল রং ব্যবহার করলেও কাপড়টা কিন্তু এমনি সুতির কাপড়ই লাগান ! আবার ঢাকার লেপ ব্যবসায়ীরা বলেছেন যে লেপে লাল রঙের ব্যবহার নবাবরা অনুসরণ করতেন ! আর সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্যই আজও লেপে লাল কাপড় ব্যবহার করা হয় ! এর পাশাপাশি কিন্তু একটা ব্যবহার্য কারণ আছে ! লেপ কখনো ধোওয়া যায় না !

 

 

তাইলে লেপে যদি লাল কাপড় ব্যবহার করা হয় তবে সেই কাপড়টিও সচরাচর নোংরা হয় না ! তাই লেপ সেলাই করা হয় লাল রঙের কাপড় দিয়ে ! প্রসঙ্গত উল্লেখযোগ্য, চাপাচাপি রাত্রি সেবার পর একত্রিত শয়নে সাবধানতা অবলম্বন করুন !!

See also  বহুরূপী ভাইরাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি