আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লেপ তৈরিতে লাল কাপড়ের ঐতিহাসিক কাহিনির প্রেক্ষাপট

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

রথীন রায় :- এখন বর্ষাকাল চলছে ! শীতকাল আসার কয়েকদিন আগে থেকেই লোকজনের ভিড় পরে লেপ বানাতে ! শীতকাল আসার সাথে সাথেই দোকানগুলিতে দেখা যায় লেপে লাল কাপড় সেলাই করতে ! ব্যবসায়ীরাও তখন আনন্দে মেতে ওঠে লেপ তৈরি করতে ! কারণ তারা তাদের লাভের অংশটা হাতছাড়া করতে চায়না ! তবে জানেন কি লেপে কেন শুধু লাল কাপড় ব্যবহার হয় ? হয়তো এই প্রশ্নটা আপনারও মনে এসেছে কিন্তু বিষয়টাকে নিয়ে মাথা ঘামানোর অত সময় পাননি !

 

চলুন আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ! লেপ তৈরীর শিল্প সর্বপ্রথম তৈরি হয় মুর্শিদাবাদে ! তখন এই শিল্পের নাম ছিল সর্বত্র ! লম্বা আঁশের কার্পাস তুলা থেকে বীজ ছাড়িয়ে লাল রঙ্গে চুবিয়ে শুকিয়ে ভরা হতো নরম সিল্ক এবং মখমলের মাঝখানে ! অবিভক্ত বাংলায় মুর্শিদকুলি খানের সময় থেকে লেপে মখমলি কাপড় ব্যবহারের প্রচলন হয়ে আসছে ! এরপর মুর্শিদকুলি খাঁর জামাতা সুজাউদ্দিন লেপে মখমলের পরিবর্তে সিল্কের কাপড় ব্যবহার শুরু করেন ! তবে লেপের কাপড়ের রং এর কোনো পরিবর্তন করেননি !

 

 

তবে মখমলের কাপড় বা সিল্কের কাপড়ের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ আজও লেপের কাপড়ে লাল রং ব্যবহার করলেও কাপড়টা কিন্তু এমনি সুতির কাপড়ই লাগান ! আবার ঢাকার লেপ ব্যবসায়ীরা বলেছেন যে লেপে লাল রঙের ব্যবহার নবাবরা অনুসরণ করতেন ! আর সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্যই আজও লেপে লাল কাপড় ব্যবহার করা হয় ! এর পাশাপাশি কিন্তু একটা ব্যবহার্য কারণ আছে ! লেপ কখনো ধোওয়া যায় না !

 

 

তাইলে লেপে যদি লাল কাপড় ব্যবহার করা হয় তবে সেই কাপড়টিও সচরাচর নোংরা হয় না ! তাই লেপ সেলাই করা হয় লাল রঙের কাপড় দিয়ে ! প্রসঙ্গত উল্লেখযোগ্য, চাপাচাপি রাত্রি সেবার পর একত্রিত শয়নে সাবধানতা অবলম্বন করুন !!

See also  আজকের আপনার দিনটি কেমন যাবে দেখে নিন এখানে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি